
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনায় ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার মু. নেছার উদ্দিনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে সভায় বিভিন্ন কর্মসূচির সফল বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) মো. শহিদুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. মাসুদ হাসান, দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন সৌকত।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক ও খারিজা বেতাগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, এসএ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাওছার, বড় গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফোরকান, গছানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী খবিরুল বশার রিন্টু, গুলি আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান।
সভায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সফলতা নিশ্চিত করতে সবার সম্মিলিত সহযোগিতার আহ্বান জানানো হয়।