
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদী সাংবাদিক ফোরামের উদ্যোগে গৌরনদী-আগৈলঝাড়া সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ আবু ছালে আনসার উদ্দিনের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে গৌরনদী সাংবাদিক ফোরামের কার্যালয়ে মতবিনিময় সভিটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ তারিক হাসান রাসেল। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মনিরুজ্জামান সরদার।
মতবিনিময় সভায় সার্কেল এসপি মোঃ আবু ছালে আনসার উদ্দিন তার বক্তব্যে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সুন্দর, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়- সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
ওসি মোঃ তারিক হাসান রাসেল বলেন, সাংবাদিকদের সঙ্গে পুলিশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার এবং আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গৌরনদী সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন রাজু, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক কাজী বায়জীদ রনি, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ সরদার, কোষাধ্যক্ষ মোঃ ইয়াদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রুহুল আমিন খান, দপ্তর সম্পাদক এস এম নজরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মোঃ সুমন তালুকদার, মোঃ জসীমউদ্দিন হাওলাদার, মোঃ সাকিবুল্লাহ বিল্লাল, মোঃ সিফাত হোসেন সাগর এবং সদস্য যথাক্রমে মোঃ ফাহাদ হোসেন, আহম্মেদ রনি ফকির ও মোঃ সুজন শরিফ প্রমুখ।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দেশের স্বার্থে পুলিশকে সহযোগীতা অব্যাহত রাখার প্রথ্যয় ব্যক্ত করেন গৌরনদী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।