
সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির মির্জাগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় মির্জাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জুয়েল। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুজ্জামান বাঁধন।
মতবিনিময় সভায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির মির্জাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. বশির উদ্দিন বলেন, দেশের অর্থনীতিতে ক্ষুদ্র মৎস্যজীবীদের অবদান গুরুত্বপূর্ণ হলেও তারা দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। প্রাকৃতিক দুর্যোগ এবং ন্যায্য মূল্যের অভাবে ক্ষুদ্র মৎস্যজীবীরা দিন দিন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব সমস্যা গণমাধ্যমে তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জুয়েল বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা গণমাধ্যমের অন্যতম দায়িত্ব। ক্ষুদ্র মৎস্যজীবীদের ন্যায্য দাবি ও বাস্তব চিত্র সংবাদমাধ্যমে তুলে ধরতে প্রেসক্লাবের পক্ষ থেকে সক্রিয় ভূমিকা রাখার আশ্বাস দেন তিনি।
মতবিনিময় সভা শেষে উভয় পক্ষের মধ্যে শুভেচ্ছা বিনিময় করা হয় এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির মির্জাগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।