পত্রিকা অফিসে হামলার প্রতিবাদে গৌরনদীতে সাংবাদিকদের মানববন্ধন

হোম পেজ » বরিশাল » পত্রিকা অফিসে হামলার প্রতিবাদে গৌরনদীতে সাংবাদিকদের মানববন্ধন
মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫


 

পত্রিকা অফিসে হামলার প্রতিবাদে গৌরনদীতে সাংবাদিকদের মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ এবং সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় প্রতিবাদ জানিয়ে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত গণমাধ্যম, আক্রান্ত বাংলাদেশ’ স্লোগান প্রদর্শন করা হয়।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্যানেল আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, কাজী আল-আমিন, বিএম বেলাল, মোল্লা ফারুক হাসান, হাসান মাহামুদ, আরিফিন রিয়াদ ও রাজীব সরদার।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে মব ভায়োলেন্স সৃষ্টি করে গণমাধ্যমের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ এবং নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় জড়িত সকল দুস্কৃতকারীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

কর্মসূচিতে গৌরনদী প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:৩৯ ● ৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ