দশমিনায় মা-ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা

প্রথম পাতা » পটুয়াখালী » দশমিনায় মা-ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা
বৃহস্পতিবার ● ৩ জুন ২০২১


দশমিনায় মা-ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা

দশমিনা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

২০২০-২১ অর্থ বছরে সামুদ্রিক জলসীমায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৬৫ দিন (২০ মে থেকে ২৩ জুলাই ২০২১) মৎস্য আহরণ নিষিদ্ধের লক্ষে পটুয়াখালীর দশমিনায় জনসচেতনা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২ শতাধিক জেলে ও মৎস্য ব্যবসাই নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহাবুল আলম তালুকার, উপজেলা আওয়ামী মৎস্যজীবিলীগ সভাপতি মো. হাসান মোর্শেদ, উপজেলা আওয়ামী মৎস্যজীবিলীগের সাধারন সম্পাদক মো.অহিদুল হাসান তুয়েল, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আনছার খলিফা ও স্থানীয় সংবাদকর্মীসহ গন্যমান্যব্যক্তিবর্গ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব আলম তালুকদার বলেন, দেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে ৬৫ দিন মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা রয়েছে।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪০:০৮ ● ৩৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ