দশমিনায় গভীর রাতে বাগানের গাছ কেটে দেয়াল নির্মাণ!

প্রথম পাতা » পটুয়াখালী » দশমিনায় গভীর রাতে বাগানের গাছ কেটে দেয়াল নির্মাণ!
সোমবার ● ১২ এপ্রিল ২০২১


দশমিনায় গভীর রাতে বাগানের গাছ কেটে দেয়াল নির্মাণ!

দশমিনা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥


পটুয়াখালীর দশমিনা উপজেলায় গভীর রাতে বাগানের গাছ কেটে দেয়াল নির্মানের অভিযোগ উঠেছে। রোববার (১১ এপ্রিল)রাতের মধ্য চরহোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার বাশঁবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের ১৩৩নং চরহোসনাবাদ মৌজায় ৭০/২০০৯ ও ৫৮৯/২০১৬ নং দলিল মূলে ও নানার ওয়ারিশ মূলে মিনারা বেগম গং ২১.৩৭ শতাংশ জমির মালিক হয়ে ভোগদখল করে বাগান বাড়ী নির্মাণ করে। অপরদিকে পাশ^বর্তী জমির মালিক মোঃ ফোরকান মৃধা একই খতিয়ানে নানার ওয়ারিশ সূত্রে ১৫ শতাংশ জমির মালিক দাবী করেন। এতে ওই জমি নিয়ে দির্ঘদীন পর্যন্ত বিরোধ চলে আসছিলো। গতসপ্তাহে মোঃ ফোরকান মৃধা দাবীকৃত ওই জমির দু’পাশের্^ দেয়াল নির্মাণের কাজ করে এবং পাশের জমির মালিক মিনারা বেগম গং’র বাগানের জমি নিজের বলে দাবী করে। এ নিয়ে বিরোধ হলে মিমাংসার জন্য উভয় পক্ষ স্থানীয় শালিস বৈঠকের আয়োজন করে। শালিসগণ উভয় পক্ষকে মিমাংসা না হওয়া পর্যন্ত যার যার অবস্থানে থাকার অনুরোধ করেন। এদিকে, রবিবার রাতে স্থানীয় ১৩/১৪ জন সন্ত্রাসী দিয়ে মিনারা বেগম গং’র বাগানের গাছ কেটে মোঃ ফোরকান মৃধা পাঁকা দেয়াল নির্মাণ করে। মিনারা বেগমকে মামলা না করার জন্য শাসিয়ে যায়।
এ বিষয় মো. ফোরকান মৃধা বলেন, আমি চট্রগ্রামে ব্যাবসা করি, সামনে লকডাউন তাই তরিগরি করে রাতে দেয়াল নির্মান করেছি।
এ বিষয় ওসি মো. জসীম বলেন, এ বিষয় কেউ আমার কাছে অভিযোগ করেনি, অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করব।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৪৬:০৭ ● ৯২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ