ফুলবাড়ীতে ব্রহ্মচারী শিবমন্দিরের ভিত্তি স্থাপন

প্রথম পাতা » রংপুর » ফুলবাড়ীতে ব্রহ্মচারী শিবমন্দিরের ভিত্তি স্থাপন
শনিবার ● ১০ এপ্রিল ২০২১


ফুলবাড়ীতে ব্রহ্মচারী শিব মন্দিরের ভিত্তি স্থাপন

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

দিনাজপুর ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ব্রহ্মচারীতে  শনিবার (১০ এপ্রিল) সকাল ১০ টায় ব্রহ্মচারী সর্বজনীন শ্রীশ্রী শিব মন্দির এর ভিত্তি প্রস্তুর উদ্বোধন করা হয়েছে।

সমগ্র দেশে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন ও সংস্কার প্রকল্পের আওতায় ব্রহ্মচারী সর্বজনীন শ্রীশ্রী শিব মন্দির এর ভিত্তি প্রস্তুর শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এ্যাড: মো: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি ও দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল।

উক্ত অনুষ্ঠানে খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হকের সঞ্চালনায় এবং ডাক্তার নিরঞ্জন কুমার রায় এর সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এ্যাড: মো: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি ও দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজ উদ্দিন, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মোছাঃ কানিজ আফরোজ, দৈনিক দেশমা পত্রিকার সম্পাদক ও ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু, জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান কামরু, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ ওসি ফখরুল ইসলাম, সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তাহেল মন্ডল এবং সাংবাদিকবৃন্দ।


এএইচসি/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৫৩:২৬ ● ৪৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ