গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
বৃহস্পতিবার ● ৮ এপ্রিল ২০২১


গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় নির্বাহী মেজিস্ট্রেট আশিষ কুমারের নেতৃত্বে বৃহস্পতিবার (৮ এপ্রিল) গলাচিপা উপজেলার বিভিন্ন স্থানে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৪ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় সরকারি প্রজ্ঞাপন বিধিনিষেধ না মানায় পৌরসভার কাচাঁ বাজার, সদর রোডে তাইয়েবা স্টোর ১হাজার, থানা মসজিদ রোড এর কেয়া স্টোর ৫হাজার ও জোনায়েত গার্মেন্টস ৫হাজার টাকা মোট ১১হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট জনসাধারণকে করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে স্বাস্থ্য বিধি মেনে, জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করেন। প্রয়োজনে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা থানার এসআই আমির হোসেন, পল্লীউন্নয়ন কর্মকর্ত মু. মাহাবুব হাসান শিবলী, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩০:৫২ ● ৩১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ