বাবুগঞ্জে মাস্ক না পরায় জরিমানা

প্রথম পাতা » বরিশাল » বাবুগঞ্জে মাস্ক না পরায় জরিমানা
বৃহস্পতিবার ● ৪ ফেব্রুয়ারী ২০২১


বাবুগঞ্জে মাস্ক না পরায় জরিমানা

বাবুগঞ্জ (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

করোনা ভাইরাসের দ্বিতীয় প্রাদুর্ভাব প্রতিরোধের জন্য বাবুগঞ্জ উপজেলায় জনসচেতনতামূলক কার্যক্রম বিনামূল্যে মাস্ক বিতরণ ও মোবাইল কোর্টের অভিযান চালিয়ে যাচ্ছে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল ইসলাম। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলার খানপুরা এলাকা ও বরিশাল-হিজলা সড়কে অভিযান চালিয়ে ছয় ব্যক্তিকে দন্ডবিধি, ১৮৬০ অনুযায়ী ১১৫০ টাকা অর্থদন্ড ও মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
বরিশাল জেলা প্রশাসনের নির্দেশনায় বাবুগঞ্জ উপজেলায় বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিত করার জন্য এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবাস সরকার, এয়ারপোর্ট থানার অফিসার ইন চার্জ মোঃ জাহিদ বিন আলম, এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক মোঃ মেহেদী হাসান প্রমূখ। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল ইসলাম বলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই কার্যক্রম জনস্বার্থে অব্যাহত থাকবে। মোবাইল কোর্টের আইনানুগ কার্যক্রমে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।


এএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:১২:১৫ ● ৪৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ