রাঙ্গাবালীতে মাদক মামলায় মা গ্রেফতার, ছেলে পালাতক

প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীতে মাদক মামলায় মা গ্রেফতার, ছেলে পালাতক
শনিবার ● ১৯ ডিসেম্বর ২০২০


---

রাঙ্গাবালী (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গাঁজাসহ নারগিস বেগম (৪২) নামের এক নারীকে আটক  করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মনিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া নারী ওই গ্রামের জাফর হাওলাদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই নারী ও তার ছেলে মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাঙ্গাবালী থানা পুলিশের একটি দল মনিপাড়া গ্রামের  জাফর হাওলাদারের বাড়ি তল্লাশি চালায়। এসময় তার বসত ঘর থেকে ১২ গ্রাম গাঁজা উদ্ধার করে। তখন ঘটনাস্থল থেকে তার স্ত্রী নারগিস বেগমকে আটক করা হয়।
এ ঘটনায় রাতেই আটক নারগিস বেগম ও তার ছেলে রুম্মান হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, আটককৃত নারীকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামী গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

কেএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৪:১৩:০০ ● ২৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ