ইন্দুরকানীতে আড়াই কেজি গাঁজাসহ ব্যবসায়ি গ্রেফতার

প্রথম পাতা » পিরোজপুর » ইন্দুরকানীতে আড়াই কেজি গাঁজাসহ ব্যবসায়ি গ্রেফতার
বুধবার ● ৩০ এপ্রিল ২০২৫


ইন্দুরকানীতে আড়াই কেজি গাঁজাসহ ব্যবসায়ি গ্রেফতার

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের ইন্দুরকানীতে আড়াই কেজি গাঁজা ও নগদ ১০২৭০ টাকা সহ তুহিন হাওলাদার (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী তুহিনকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত তুহিন হাওলাদার উপজেলার ৪নং ইন্দুরকানী সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সিদ্দিকুর রহমানের ছেলে।

থানা সূত্রে জানা যায়, ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ হোসেনের নির্দেশক্রমে এস আই আশিকের নেতৃত্বে পুলিশের একটি দল গভীর রাতে মাদক ব্যবসায়ী তুহিন হাওলাদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ আড়াই কেজি গাঁজা এবং নগদ ১০২৭০ টাকা উদ্ধার করে এবং তুহিনকে গ্রেফতার করে। এই ঘটনায় ইন্দুরকানী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন জানান, মাদক একটি জাতীয় সমস্যা এবং সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান পরিচালনা করবে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪০:২২ ● ৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ