কলাপাড়ায় ছাত্রলীগ নেতাদের সংবাদ সম্মেলন-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের দেয়া মামলা বানোয়াট

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় ছাত্রলীগ নেতাদের সংবাদ সম্মেলন-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের দেয়া মামলা বানোয়াট
শনিবার ● ১৯ ডিসেম্বর ২০২০


কলাপাড়ায় ছাত্রলীগ নেতাদের সংবাদ সম্মেলন

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়ায় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের দায়ের করা মামলা বানোয়াট দাবি করে ওই মামলা থেকে অব্যহতি পেতে সংবাদ সম্মেলন করেছেন ছাত্রলীগ কলাপাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইয়ামিন ইসলাম। শনিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রলীগ নেতা ইয়ামিন ইসলাম বলেন, ‘তাদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা বানোয়াট ও মিথ্যা। বিগত ২ ডিসেম্বর অনুমানিক সন্ধ্যা সাড়ে ৫টার সময় উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতিবাজার থেকে আমিসহ আমার পাঁচ বন্ধুসহ তিনটি মোটরসাইকেল যোগে কুয়াকাটায় যাওয়ার জন্য রওয়ানা হই। এছাড়া অপেক্ষায় থাকা বন্ধু শাকিলকে লতাচাপলী ইউনিয়নের মাইটভাঙ্গা গ্রামের বাড়ি থেকে নিয়ে কুয়াকাটায় যাবার পথে সাদা পোশাকের ৭ জন লোক আমাদের গাড়ি থামাতে বললে আমরা গাড়ি থামাই। তারা আমাদের শরীর তল্লাশীর জন্য দাড়িয়ে থাকতে বলে। আইন-শৃংখলা বাহিনীর সদস্য ভেবে তাদের তল্লাশী কাজে সহযোগীতা করি। এরপর তারা তল্লাশী শেষে আমাদের কাছে কিছুনা পেয়ে আমাকে ও আমার বন্ধু নাসিম, শাকিল, বায়েজিত ও রাজিবকে চলে যেতে বলেন। বাকী দুই বন্ধু শাকিব ও ফেরদৌসের হাতে হাতকড়া পড়ায়। আমরা তাদের কাছে আটকের কারণ জানতে চাইলে ডিবি পরিচয় দিয়ে আটককের ভয় দেখায়। এরা আমাকে ও শাকিলকে হাতকড়া পড়িয়ে আমার ও সাকিবের মোটরসাইকেলের চাবি ও মোবাইল ফোন নিয়ে বন্ধ করে দেয়। এর পর মোটরসাইকেল তাদের নিয়ন্ত্রনে রেখে আমাদের ৪ জনকে মাহিন্দ্রা গাড়িতে করে শেখ রাসেল সেতুর টোলঘর পর্যন্ত নিয়ে আসে। টোল ঘর পাড় হবার পর ব্রিজে গাড়ি থামিয়ে একলাখ টাকা চাঁদা দাবি করে। তাদেও অন্যায় প্রস্তাবে রাজি নাহওয়ায় আমাদেও সন্ধ্যা সাড়ে ৭ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে নিয়ে আসে। সেখানে আমাদের চড়-থাপ্পর মেওে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। এর পর আমাদের নামে পৃথক দুটি মাদক মামলা দায়ের করে। কিছুনা পেলেও দুই লিটার করে চোলাই মদ রিকভারি দেখায়। ’তারা হয়রানি মূলক মামলা থেকে অব্যাহতি চেয়ে উর্ধতন কর্মকর্তাদের কাছে। এছাড়াও তারা তাদের দ্বারা পূনরায় ক্ষতির আশঙ্কা করছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের পরিদর্শক মোহাম্মদ ফরহাদ হোসেন সাগরকন্যাকে বলেন, যেভাবে পাওয়া গেছে সেভাবেই মামলা হয়েছে। বাকীটা নিরপেক্ষ ভাবে তদন্ত করে দেখতে বলেন। সংবাদ সম্মেলনে ছাত্রলীগের প্রায় ২০ নেতা-কর্মী  উপস্থিত ছিলেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৩:৩৪ ● ৩১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ