নেছারাবাদে আন্তর্জাতিক শ্রমিক দিবসে র‌্যালি ও সমাবেশ

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে আন্তর্জাতিক শ্রমিক দিবসে র‌্যালি ও সমাবেশ
বৃহস্পতিবার ● ১ মে ২০২৫


নেছারাবাদে আন্তর্জাতিক শ্রমিক দিবসে র‌্যালি ও সমাবেশ

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে নেছারাবাদে বিভিন্ন শ্রমিক সংগঠন র‌্যালি ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে সংগঠনগুলো আলাদা আলাদা ব্যানারে র‌্যালি বের করে। বিভিন্ন সংগঠনের র‌্যালি স্বরূপকাঠী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরে গিয়ে সমাবেশ করে। জাতীয়তাবাদী শ্রমিক দল উপজেলা ও পৌর শাখা, স্বরূপকাঠী রিক্সা শ্রমিক ইউনিয়ন, স্বরূপকাঠী করাতকল শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন, কাঠ শ্রমিক ইউনিয়ন, জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন। র‌্যালি শেষে সমাবেশে বক্তৃতা করেন, স্বরূপকাঠী পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, স্বরূপকাঠী পৌর বিএনপির সদস্য সচিব কাজী মো. কামাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নাসির উদ্দিন তালুকদার, নেছারাবাদ উপজেলা শ্রমিক দলেরর আহবায়ক মো. গোলাম কিবরিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক-মোঃ সেলিম মিয়া সহ শ্রমিক নেতৃবৃন্দ।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৫:৩৭ ● ৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ