পিরোজপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন
মঙ্গলবার ● ২৯ এপ্রিল ২০২৫


পিরোজপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥



পিরোজপুর সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বাজুকাঠি এলাকার এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের বিচারের দাবীতে মানববন্ধন করেছে স্কুল-মাদ্রসারা শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের জনগণ।

মঙ্গলবার ( ২৯ এপ্রিল)  সকালে সদর উপজেলার দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, দারুল কুরআন নুরিয়া মাদ্রাসার শিক্ষক মো. পারভেজ সরদার, মাওলানা মাহাবুব হোসেন, মো. হাফেজ শেখ, দূর্গাপুর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিমেষ হালদার, সহকারী শিক্ষক কল্যান বাবু, দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক রুপি বেগম, মাধুরিমা খন্দকার প্রমুখ।

মানববন্ধনে নির্যাচিত মাদ্রাসা ছাত্রীর মা বলেন, গত রবিবার ( ২০ এপ্রিল) আমাদের এক আত্মীয় মারা গেলে আমরা সেখানে যাই। এই সুযোগে এলাকার মো. খোকন সরদার আমার মেয়েকে বাড়িতে একা পেয়ে ধর্ষন করে। আমি এর সর্বোচ্চ বিচাই চাই।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, খোকন সরদার অত্যন্ত দু:শ্চরিত্র লোক। সে তার নাতনীকে ধর্ষন করেছে। এর আগে সে একাধিক নারীকে উত্তপ্ত ও বিরক্ত করেছে। তারা আরো জানায়, সে একজন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী। তারা ধর্ষনকারীর ফাঁসি দাবী করেন। মানববন্ধনে নির্যাতিত মাদ্রাসা ছাত্রীর স্বজন, স্থানীয় নুরুল কুরআন নুরিয়া মাদ্রাসা, দূর্গাপুর ইউনিয়ন বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় ও দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, অভিযুক্ত মো. খোকন সরদারকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৯:০৫ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ