নেছারাবাদে দু‘প্রধান শিক্ষক অপসারণের দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে দু‘প্রধান শিক্ষক অপসারণের দাবিতে মানববন্ধন
মঙ্গলবার ● ২৯ এপ্রিল ২০২৫


নেছারাবাদে দু‘প্রধান শিক্ষক অপসারণের দাবিতে মানববন্ধন

নেছারাবাদ(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

 

নেছারাবাদের সেহাংগলে দুই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের অভিযোগে তাদের অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। আওয়ামী সন্ত্রাসী, সর্বহারা সদস্য, দলীয় করণ, অনিয়ম, দূর্নীতি, ফ্যাসিস্ট, রাজনৈতিক দলের পরিচয়ে আদিপত্য, নিয়োগ বানিজ্য, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, বিস্তার সহ অব্যবস্থাপণার শিক্ষানুকূল পরিবেশ বিনষ্টে সেহাংগল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল সরকার ও ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেহাংগল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামন সেলিম এর অপসারনের দাবিতে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে ১১টায় উপজেলার সেহাংগল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ঘন্টা ব্যাপী ওই মানববন্ধনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অভিবাবক ও এলাকাবাসীর ব্যানারে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। মানববন্ধনে ওই দুই প্রধান শিক্ষকের অপসারনের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, সাবেক প্রধান শিক্ষক আঃ রব পান্না, সেহাংগল স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোঃ জহিরুল ইসলাম মনির, সমুদয়কাঠী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ মোঃ ইব্রাহিম, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃ অলিউল ইসলাম মিলন, সেহাংগল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক কমিটির সদস্য, মোঃ আনোয়ার হোসেন।

 

 

আরএ/এমআর

 

বাংলাদেশ সময়: ২০:১০:৪৭ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ