গোপালগঞ্জে বিক্ষোভ সমবেশ

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে বিক্ষোভ সমবেশ
বুধবার ● ১৬ ডিসেম্বর ২০২০


গোপালগঞ্জে বিক্ষোভ সমবেশ

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

“বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার স্থান নেই। মুসলমান-হিন্দু-বৌদ্ধ ও খ্রিস্টান বাংলাদেশে যারা বসবাস করেন, তারা সকলেই এদেশের নাগরিক। প্রতিটি ক্ষেত্রে তারা সমঅধিকার ভোগ করবেন। এমন স্লোগানে গোপালগঞ্জের সদর উপজেলার বৌলতলী ইউনিয়নে বিজয় দিবস উপলক্ষে বিজয় র‌্যালী ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকাল তিনটায় বৌলতলী বাজার চত্তরে ইউপি চেয়ারম্যান সুকান্ত বিশ্বাসের নেতৃত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এসময় উপস্থিত ছিলেন থানা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য দর্জিস মুন্সি, বৌলতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোপাল চন্দ্র বর্নিক, সাধারণ সম্পাদক রহিচ আলী উকিল, সহ-সভাপতি হাফিজুর উকিল, জেলা পরিষদের সদস্য ও সাবেক জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সন্তোষ কুমার বিশ্বাস ইউনিয়নের যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, এ দেশ বঙ্গবন্ধুর দেশ। এখানে জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার ঠাই নেই। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গায় জরিত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানায় তারা।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:২২:১৭ ● ৩৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ