মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম-কলাপাড়ায় চেয়ারম্যান শিমুসহ পাঁচ আসামী রিমান্ডে

প্রথম পাতা » পটুয়াখালী » মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম-কলাপাড়ায় চেয়ারম্যান শিমুসহ পাঁচ আসামী রিমান্ডে
বৃহস্পতিবার ● ১০ ডিসেম্বর ২০২০


কলাপাড়ায় ইউপি চেয়ারম্যান শিমুসহ পাঁচ আসামীর রিমান্ডে

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥


কলাপাড়ায় চাঁদার টাকা না দেয়ায় বিসমিল্লাহ ব্রিকফিল্ডের মালিক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম হাওলাদারকে (৬৪) মারধর করে হাত-পা ভেঙ্গে জখম করার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত আসামি টিয়াখালী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমু, তার স্ত্রী খাদিজা আক্তার এলিজাসহ পাঁচ জনকে জেল গেটে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের অনুমতি দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ার এ আদেশ দিয়েছেন। আদালতের জিআরও মুনসুর আলম এ তথ্য নিশ্চিত করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার এসআই মোঃ শওকত জাহান  জানান, ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধা শাহআলম হাওলাদার এর ইট-ভাটার অফিস কক্ষে ঢুকে চেয়ারম্যান মশিউর রহমান শিমুর  নেতৃত্বে একদল সন্ত্রাসী ২৯ নবেম্বর সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা শাহআলমের বাম হাত ও দুইপা ভেঙ্গে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করেন। এ ঘটনায় মুক্তিযোদ্ধা শাহআলমের স্ত্রী মোসাঃ আকলিমা বেগম ১১ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় স্বস্ত্রীক চেয়ারম্যান শিমুসহ অপর আসামি নেছারউদ্দিন হাওলাদার (৩৫), ইমরান গাজী (৩০) ও মোঃ নাঈমকে (৩০) পুলিশ ওই রাতেই গ্রেফতার করে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:০০:৫০ ● ৩৬৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ