দশমিনায় পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

প্রথম পাতা » পটুয়াখালী » দশমিনায় পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় মামলা দায়ের
বৃহস্পতিবার ● ১০ ডিসেম্বর ২০২০


দশমিনায় পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

দশমিনা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

থানা হেফাজতে লিটনের বিষপানের মৃত্যুর ঘটনার ৪দিন পরে মাদ্রাসার সুপার ও ইউপি সদস্য সদস্যসহ ৬জনের বিরুদ্ধে পটুয়াখালীর দশমিনা থানায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) নিহতের স্ত্রী মাসুদা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে এ মামলা দায়ের করেন। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়,  উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের আলাউদ্দিন খানের বড় ছেলে ঢাকার সিএনজি চালক লিটন খাঁ(৩৫) তিন সন্তানের জনক থানা হেফাজতে বিষ পানে মৃত্যুতে নিহতের স্ত্রী মাসুদা বাদী হয়ে ওই গ্রামের মৃত্যু নুর মোহাম্মাদ খানের ছেলে মোঃ জয়নাল খাঁ, মৃত্যু মকবুল খানের ছেলে মোঃ মফিজ খাঁ, রুস্তুম খানের ছেলে ইউপি সদস্য মোঃ হালিম খাঁ, জয়নাল খার ছেলে মোঃ জাকির খান, মাদ্রসা সুপার মাও. সিহাব উদ্দিন ও হাসেম খানের ছেলে লাল মিয়া খানকে আসামী করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে এ মামলা দায়ের করেন।
৪ডিসেম্ভর শুক্রবার সকালে দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া রজ্জাবিয়া দাখিল মাদ্রাসা সংলগ্নে ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণ করেন। ওই দিন রাতেই মাদ্রাসার ডোবায় (ছোট পুকুর) বিষ প্রয়োগে মাছ মেরে ফেলা ও জমি দখলের অভিযোগ এনে লিটনের বিরুদ্ধে  ৫ডিসেম্ভর শনিবার মাদ্রসার সুপার মাও. সিহাব উদ্দিন বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও মাদ্রসার সভাপতি তানিয়া ফেরদৌস এর বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন।
ইউএনও ওই লিখিত অভিযোগের বিষয়টি তদন্ত পুর্বক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন দশমিনা থানা ওসি’কে। ৬ডিসেম্ভর রোববার দুপুরে খাবার টেবিল থেকে এএসআই মামুন অর রসিদ সঙ্গীয় পুলিশ নিয়ে ধরে নিয়ে আসলে থানা হেফাজতের প্রায় আধাঘন্টা পর থানার ভিতরে বিষ পানের আত্মহত্যার চেষ্টা চালায় লিটন। এসময় থানা পুলিশ লিটনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে শেবাচিমে প্রেরন করলে ওই রাত ১টা ১৫মিনিটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
দশমিনা থানা ওসি মোঃ জসীম জানান, লিখিত অভিযোগ পেয়েছি আসামীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থ্যা নেয়া হবে।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫০:৪০ ● ৩২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ