বাবুগঞ্জে মাস্ক না পরায় মোবাইল কোর্টে জরিমানা

প্রথম পাতা » বরিশাল » বাবুগঞ্জে মাস্ক না পরায় মোবাইল কোর্টে জরিমানা
শনিবার ● ৫ ডিসেম্বর ২০২০


বাবুগঞ্জে মাস্ক না পরায় মোবাইল কোর্টে জরিমানা

বাবুগঞ্জ (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায় করেছেন মোবাইল কোর্ট  জনসচেতনতামূলক প্রচারণা করা হয়েছে।
শনিবার (৫ ডিসেম্বর) মোবাইল কোট অভিযানে ৩ হাজার ৩ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় ক্রেতা-বিক্রেতাদের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমীনুল ইসলাম।
সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে।

মোবাইল কোর্ট পরিচালনাকালীন বাবুগঞ্জ বাজারে ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরিধান নিশ্চিত করা, স্বাস্থ্যবিধি পরিপালন করার লক্ষ্যে সচেতন করা হয় এবং যারা মাস্ক পরিধান করেনি তাদেরকে দন্ডবিধি, ১৮৬০ অনুযায়ী ৪ ব্যক্তিকে ৩৩০০ টাকা অর্থদন্ড করা হয়।

মোবাইল কোর্ট চলাকালীন অর্থদন্ড প্রাপ্ত ব্যক্তিদের উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে তৈরিকৃত মাস্ক পরিয়ে দেয়া হয়।
এ সময় করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারী চলাকালীন বারবার সাবান দিয়ে হাত ধোয়া, নিয়মিত মাস্ক পরিধান করা ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার জন্য সকলকে অনুরোধ করা হয়।
এ সময় মোবাইল কোর্টকে আইনানুগ সহযোগিতা করে বাবুগঞ্জ থানা পুলিশের  এস. আই জনাব মোঃ মাহতাব উদ্দিনসহ পুলিশ ফোর্স।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল ইসলাম জানান, জনস্বার্থে মোবাইল কোর্টের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
মোবাইল কোর্টেও আইনানুগ কার্যক্রমে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।


এএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪১:০২ ● ২৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ