বাবুগঞ্জে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

প্রথম পাতা » বরিশাল » বাবুগঞ্জে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন
শনিবার ● ৫ ডিসেম্বর ২০২০


বাবুগঞ্জে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

বাবুগঞ্জ (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গড়তে বরিশালের বাবুগঞ্জে উদ্বোধন হয়েছে বিট পুলিশিং কার্যালয়।

উপজেলার মাধবপাশা ইউনিয়নে বিট নং-২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ ফজলুল করিম। শনিবার (৫ ডিসেম্বর) মাধবপাশা ইউনিয়ন রাজাবাড়ী চত্বরে বিট পুলিশিংয়ের কার্যক্রম শুরু হয়। এ সময় স্থানীয় শতাধিক গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

এয়ারপোর্ট থানার (ওসি) তদন্ত মো.ফয়সালের সভাপত্বিতে এবং বিট পুলিশিং অফিসার এসআই মাইনুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়াম্যারন জয়নাল আবেদীন, এয়ারপোর্ট থানার ওসি অপারেশন মোস্তাফিজুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান কাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাফিজ আহমেদ স্বপন, ইউপি মেম্বার মোসাঃ রেখে আসলাম ,সহ স্থানীয় শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ফজলুল করিম বলেন, পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবার জন্য বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে। সপ্তাহে নির্দিষ্ট দিনে একজন উপপরিদর্শকসহ চার জন পুলিশ উপস্থিত থাকবেন। এলাকার যেকোনো সমস্যা কোনো প্রকার হয়রানি ব্যতিত বিট পুলিশিং অফিসারের কাছে জানাতে পারবে।

এএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৪:২৬ ● ২৯৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ