আদালত রায় দিয়েছে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক-প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

প্রথম পাতা » ঢাকা » আদালত রায় দিয়েছে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক-প্রেস কাউন্সিলের চেয়ারম্যান
সোমবার ● ৩০ নভেম্বর ২০২০


প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মাদ মমতাজ উদ্দিন আহমেদ বলেন সর্বোচ্চ আদালত নির্ধারণ করে দিয়েছে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক। দেশ বিদেশের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষন করে আদালত এ রায় দেয়।
সোমবার (৩০ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা ঃ সংবিধানের আলোকে’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত সেমিনারে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু নিহত হয়ার পর জিয়াউর রহমান অনেক তথ্য উপাত্ত ধ্বংস ও ইতিহাস  বিকৃত করেন।
বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপাস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও প্রক্টর ড. মোঃ রাজিউর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন আব্দুল কুদ্দুস মিয়া। পরে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মাদ মমতাজ উদ্দিন আহমেদ ‘বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক’ আদালয়ের রায়ের বই আকারে প্রকাশিত পুস্তিকার একটি কপি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.একিউএম মাহবুবের হাতে তুলে দেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা এ সেমিনারে অংশ নেন।
এর আগে বিচারপতি মোহাম্মাদ মমতাজ উদ্দিন আহমেদ প্রেসক্লাব গোপালগঞ্জে মুজিব কর্ণারের উদ্বোধন করেন। দুপুরে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সেখানে তিনি ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত শহদিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং মোনাজাতে অংশ নেন।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৬:১৩ ● ২৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ