নেছারাবাদে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২০


নেছারাবাদে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

”শেখ হাসিনার বারতা, নারী পুরুষের সমতা” এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের কর্মসূচির আওতায় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদফতরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউএনও মো. মোশারেফ হোসেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, সমাজসেবা কর্মকর্তা তপন কুমার বিশ^াস, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন, স্বরূপকাঠী প্রেসক্লাব সভাপতি মোঃ নজরুল ইসলাম, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দোলন মৃধা প্রমুখ। বক্তৃতা শেষে মায়েদের ও শিশুদের চিকিৎসা সেবা এবং খাবার স্যালাইন, মাস্ক ও সাবান বিতরণ করা হয়।

এমআরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৪৪ ● ৩২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ