ফ্রান্সে নবীর ব্যঙ্গ কার্টুন-তজুমদ্দিনে প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশ

প্রথম পাতা » ভোলা » ফ্রান্সে নবীর ব্যঙ্গ কার্টুন-তজুমদ্দিনে প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশ
শনিবার ● ৭ নভেম্বর ২০২০


তজুমদ্দিনে প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশ

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ফ্রান্সে রাষ্ট্রিয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (স:) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ও ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধের দাবিতে ভোলার তজুমদ্দিন উপজেলায় বিক্ষোভ  ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সর্বস্তরের প্রায় ১০ হাজার  তৌহিদী জনতা অংশ গ্রহন করেন।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার হোসনেআরা চৌধুরী মহিলা কলেজ মাঠে এই কর্মসূচি পালিত হয়। স্থানীয়  সর্বস্তরের তাওহীদি জনতার আয়োজনে প্রতিবাদ বিক্ষোভ  সমাবেশে বক্তারা ফ্রান্সের সকল পণ্য বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান। পাশাপাশি ফ্রান্সের প্রধানমন্ত্রীর দেওয়া ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্য প্রত্যাহার করে বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থনা না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন। বক্তারা আরও বলেন, ইসলাম একটি শান্তির ধর্ম আর মুহাম্মদ (স:) হচ্ছেন সেই শান্তির দূত। ইসলাম এবং মুহাম্মদ (স:) কে নিয়ে যারা কটুক্তি করেছে বা ব্যাঙ্গ করেছে তারা কেহই রেহাই পায়নি, ফ্রান্সও রেহাই পাবেনা।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ফরিদ,অধ্যক্ষ হেলালউদ্দিন সুমন, শহিদুল্যাহ কিরন, জমিয়তুল মোদার্রেছিন সভাপতি মাওঃ ইব্রাহীম, সম্পাদক মাওঃ আইয়ুব আলী, সিনিয়র মাদ্রাসা অধ্যক্ষ মাওঃ কামাল মাহমুদ, মদিনাতুল উলুম জামিয়ার মোহতামিম মাওঃ মোসলেউদ্দিন, সেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক হাসান প্রমুখ।


আরএস/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৫০:৫৭ ● ২৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ