চরফ্যাশনে দূর্যোগ প্রশমন দিবস পালিত

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২০


চরফ্যাশনে দূর্যোগ প্রশমন দিবস পালিত

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলা দূর্যোগ ও ব্যবস্থাপনা কমিটির আয়োজনে“দূর্যোগে ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন”এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‌্যালী বের করা হয়। র‌্যলীটি বাজার উল্লেখযোগ্য সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে মহড়া দেয়া হয়। কিভাবে আগুন নিভাতে হয়, কিভাবে গ্যাস সিলেন্ডারের আগুন নিভাতে হয় তা দর্শককে দেখানো হয়। উপজেলা ফায়ারসার্ভিস ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী এই কার্যক্রম বাস্তবায়ন করেন।
এই উপলক্ষে চরফ্যাশন উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন। এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর সহকারী পরিচালক মোকাম্মেল হক লিমন, একাডেমিক সুপার ভাইজার খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৪৩:২২ ● ২৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ