চরফ্যাশনে প্রতিপক্ষকে ফাঁসাতে শ্লীলতাহানির মামলা

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে প্রতিপক্ষকে ফাঁসাতে শ্লীলতাহানির মামলা
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২০


চরফ্যাশনে প্রতিপক্ষকে ফাঁসাতে শ্লীলতাহানির মামলা

চরফ্যাশন  (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥


চরফ্যাশন পৌরসভার ২নং জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দখলে যেতে প্রতিপক্ষকে ফাঁসাতে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ করেছেন চরফ্যাশন থানায়। পুলিশ বৃহস্পতিবার রাত ৩টায় মফিজুল ইসলাম(৫৫)কে আটক করেছে।
আটককৃতের পরিবার অভিযোগ করেন, পৌরসভা ২নং ওয়ার্ডে এক একর জমি নিয়ে আঃ কাদেও গংদের সাথে বিরোধ রয়েছে। ১৯৯১সালে আঃ কাদের আদালতে দেওয়ানী মামলা দায়ের করেছেন।  ওই মামলায় মফিজ ফরাজীরা রায় পেয়েছেন। এ ছাড়াও জমি নিয়ে চরফ্যাশন সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী ৮৩/২০ মামলা রয়েছে। মামলাটি চলমান। এই বিষয়টি নিয়ে স্থানীয় পৌরসভায় একাধিকবার শালিশ বৈঠক হয়েছে। সর্বশেষ উপায়ান্তনা পেয়ে আবদুল কাদেরের পুত্রবধূকে দিয়ে শ্লীলতলাহানির অভিযোগ এনে মফিজ ফরাজীকে আটক করা হয়। মফিজ ফরাজীর পুত্র টিপু ফরাজী বলেন, জমির কাগজপত্র আমাদের পক্ষে রয়েছে। কাদেও ফরাজীরা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে ষড়যন্ত্রমূলক আমার পিতাকে ফাঁসানোর চেষ্টা করছেন।আমি বিষয়টির সঠিক বিচার দাবী করছি।
স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ, আবদুল্লাপুর গ্রামে ধর্ষণের ঘটনায় চরফ্যাশন থানার ওসি ৭দিন পর মামলা গ্রহণক রেছেন। জমি সংক্রন্ত বিরোধকে কেন্দ্র শ্লীলতাহানির অভিযোগের সাথে সাথে আসামী আটক করে মামলা গ্রহণ করত: আসামীকে জেল হাজতে প্রেরণ করেছেন। বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন তোলেছেন!
চরফ্যাশন থানার অফিসার ইনাচর্জ (ওসি) মনিরুল ইসলাম মিয়া বলেন, মফিজকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধ আছে কিনা জানতে চাইলে তিনি জানেননা বলে জানিয়েছেন।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০৪:২৮ ● ২৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ