কলাপাড়ায় অবৈধ ট্রলি চলাচলে বেহাল সড়ক, বেড়িবাঁধ!

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় অবৈধ ট্রলি চলাচলে বেহাল সড়ক, বেড়িবাঁধ!
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২০


কলাপাড়ায় অবৈধ ট্রলি চলাচলে বেহাল সড়ক, বেড়িবাঁধ!

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

দৈত্যাকৃতির অবৈধ যান ছয় চাকার ট্রলি চলাচল করায় স্লুইসের ওপরের বেড়িবাঁধ দেবে গেছে। এখন পুরো বেড়িবাঁধ ধসে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের স্লুইসসহ বেড়িবাঁধটির এমন দশায় ছয় গ্রামের যোগাযোগ বিচ্ছিন্নের শঙ্কায় পড়েছেন মানুষ। পাশাপাশি বাঁধটি ধসে বাঁধের ভেতরে কৃষিজমিতে পানি প্রবেশের শঙ্কা রয়েছে। এছাড়া স্লুইসটি দেবে পানি নিস্কাশনের পথও বন্ধের শঙ্কা দেখা দিয়েছে। এক কথায় ছয় গ্রামের চাষাবাদে মারাত্মক বিপদের শঙ্কায় পড়েছেন হাজারো কৃষকসহ সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা গেছে, নিশানবাড়িয়া গ্রামের বেড়িবাঁধে কাঠালপাড়ার দিয়ে যাওয়ার শুরুতেই ট্রলির চাপে দুই দিন আগে স্লুইসের ওপর বাঁধটি দেবে গেছে। প্রায় অর্ধেক ব্যাস নিয়ে বাঁধের টপ দেবে গেছে। এখন বড় গর্তের মতো হয়ে পানি ঢুকছে। স্লুইসটিও বন্ধের শঙ্কায় পড়েছেন মানুষ। জরুরি ভিত্তিতে এটি মেরামত করা না হলে পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে যাবে। এছাড়া নেওয়াপাড়া, নিশানবাড়িয়ার আংশিক, কাঠালপাড়া, আনিপাড়া, গান্ধাপাড়া ও কাছিমখালী গ্রামের মানুষের চলাচলের পথ বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে।
স্লুইস সংলগ্ন এক দোকানি আইয়ুব আলী খান জানান, কাদামাটির রাস্তায় হামজা-ট্রলি চালানোর কারনে রাস্তাটি নষ্ট করে দেয়া হয়েছে। পানিউন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে দেবে যাওয়া জায়গা আপাতত জরুরি মেরামত করা হবে। পরবর্তীতে স্লুইসটি সংস্কার করা হবে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:২১:২৬ ● ৩৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ