মঠবাড়িয়ায় অগ্নিসংযোগের মামলা করে বিপাকে বাদি পরিবার

প্রথম পাতা » পিরোজপুর » মঠবাড়িয়ায় অগ্নিসংযোগের মামলা করে বিপাকে বাদি পরিবার
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২০


মঠবাড়িয়ায় অগ্নি সংযোগের মামলা করে বিপাকে বাদি পরিবার

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক গরু ব্যবসায়ীর বসত ঘরের বারান্দায় অগ্নি সংযোগ করে এক লাখ টাকা মূল্যের একটি গরু ও গরু ক্রয়ের জন্য বারান্দার চালায় গুজে রাখা ৩ লাখ ৫০ হাজার টাকা পুড়ে ফেলার মামলা করে বিপাকে পড়েছে বাদী। আসামীদের অব্যহত হুমকিতে নিরাপত্তাহীনতায় ভূগছে মামলার বাদী ও তার পরিবার।
মঙ্গলবার (১৫সেপ্টেম্বর) সকালে আসামীদের গ্রেফতারের দাবীতে মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী দরিদ্র পরিবারটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গরু ব্যবসায়ী আঃ মালেক শিকদারের ছেলে মোঃ আলাউদ্দিন শিকদার। লিখিত বক্তব্যে তিনি জানান, ৬ সেপ্টেম্বর পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় কিছু সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী পরিকল্পিতভাবে তাদের বসত ঘর সংলগ্ন বারান্দায় অগ্নি সংযোগ করে। এতে ওই গরু ব্যবসায়ীর এক লাখ টাকা মূল্যের একটি গরু ও গরু ক্রয়ের জন্য চালায় গুজে রাখা ৩ লাখ ৫০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার পরদিন গরু ব্যবসায়ী আঃ মালেক শিকদার বাদী হয়ে স্থানীয় সাব্বির, মারুফ, রাজিবসহ ৯ জনের বিরুদ্ধে মঠবাড়িয়ায় থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু মামলা দায়েরের পর আসামীরা গ্রেফতার না হওয়ায় মামলা তুলে নেয়াসহ জীবন নাশের হুমকি দিয়ে আসছে আসামীরা। সংবাদ সম্মেলনে গরু ব্যবসায়ী মালেক শিকদার ও তার স্ত্রী মরিয়ম বেগম আসামীদের গ্রেফতারের দাবীতে কান্নায় ভেঙ্গে পড়েন।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৮:৩১ ● ২৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ