কলাপাড়ায় আউশের বাম্পার ফলন

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় আউশের বাম্পার ফলন
সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২০


কলাপাড়ায় আউশের বাম্পার ফলন

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

করোনার প্রাদুর্ভাব ছাড়াও ঘুর্ণিঝড় আমফানের প্রভাবকে কাটিয়ে কলাপাড়ার কৃষকরা আউশের আশাতীত ফলন ঘরে তুলছে। গেল বছরের চেয়ে তিনগুন বেশি জমিতে আউশের আবাদ হয়েছে। ফলনও ভালো হয়েছে। দামও পাচ্ছে ভালো। সব মিলে কৃষকরা আউশের আবাদে খুশিতে রয়েছেন। রয়েছেন স্বস্তিতে। গেল বছর যেখানে আউশের দাম পেয়েছেন কৃষকরা ৫০০-৬০০ টাকা মণে। এবারে পাচ্ছেন ৮৫০-৯০০ টাকা।
উপজেলা কৃষি অফিসের দেয়া তথ্যানুসারে, এ বছর কলাপাড়ার ১২টি ইউনিয়নের প্রায় পাঁচ হাজার চাষী তিন হাজার আট শ’ হেক্টর জমিতে আউশের আবাদ করেছেন। যা গেল বছর ছিল মাত্র ১৩২০ হেক্টর। এ বছর এখন পর্যন্ত গড়ে প্রতি হেক্টর জমিতে কৃষকরা ফলন পাচ্ছেন সাড়ে তিন মেট্রিক টন। তাতে ১৩ হাজার ৩০০ মেট্রিক টন ফলন পাওয়ার কথা।
সুধিরপুর গ্রামের কৃষক সোনা মিয়া জানান, মোট পাঁচ একর জমি আবাদ করেছেন। এর মধ্যে এক একরে আউশের আবাদ করেছেন। জানালেন, ফলন ভালোই হয়েছে। কুমিরমারা গ্রামের কৃষক মাসুম চৌধুরী এক একর, হাবীব গাজী দুই বিঘা, আবুল খায়ের গাজী দেড় বিঘা, ইদ্রিস গাজী দুই বিঘা জমিতে আউশের আবাদ করেছেন। এরা প্রত্যেকে ফলন পেয়েছেন একরে ৩৫-৫০ মন। গ্রামের প্রতিষ্ঠিত কৃষক সুলতান গাজী জানালেন, ধানের এমন দাম থাকলে এবছর পাখিমারা খালের পাড়ের সকল চাষী বোরোর আবাদ করবেন।
কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান জানান, প্রায় আড়াই হাজার চাষীকে সরকারি ভাবে আউশ আবাদের জন্য বীজ, সারসহ বিভিন্ন ধরনের প্রণোদনা দেয়া হয়েছে। ফলে কৃষকের আগ্রহ ছিল আউশের আবাদে। এক কথায় সরকারের উদ্যোগ সফল হয়েছে কলাপাড়ায় কাঙ্খিত পরিমান জমিতে আউশের আবাদ হওয়ায়।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৩:৫০ ● ৬০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ