পিরোজপুরে চিকিৎসকসহ ১১ জনের কারোনা শনাক্ত

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে চিকিৎসকসহ ১১ জনের কারোনা শনাক্ত
সোমবার ● ২৯ জুন ২০২০


পিরোজপুরে চিকিৎসকসহ ১১ জনের কারোনা শনাক্ত

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরে নতুন করে আরও ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে । এর মধ্যে জেলা সদর হাসপাতালের ১ জন চিকিৎসকসহ সদর উপজেলায় ৪ জন, মঠবাড়িয়ায় ৩ জন, ভান্ডারিয়ায় ৩ জন, ইন্দুরকানী উপজেলায় ১ জন রয়েছেন।
পিরোজপুরের সিভিল সার্জন মোঃ ইউসুফ হাসানাত জাকী জানান, রবিবার (২৮ জুন) রাতে ৫৩ টি রিপোর্ট আসে। এর মধ্যে ১১ টি রিপোর্ট করোনা পজিটিভ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২০৬ জন। পিরোজপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২০৬ জনের মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ৪৬ জন, ভান্ডারিয়া উপজেলায় ৪৪ জন, মঠবাড়িয়া উপজেলায় ৫৬ জন, নেছারাবাদ উপজেলায় ১৭ জন, ইন্দুরকানী উপজেলায় ২০ জন নাজিরপুর উপজেলায় ১৬ জন কাউখালী উপজেলায় ৭ জন । এছারা জেলায় করোনায় মোট ৫ জনের মৃত্যু হয়, এর মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ১ জন, নাজিরপুর উপজেলা ১ জন নেছারাবাদ উপজেলা ১ জন, ইন্দুরকানী উপজেলায় ১ জন ভান্ডারিয়া উপজেলায় ১ জন রয়েছেন ।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১০:০১:০৩ ● ৩৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ