আগৈলঝাড়ায় দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের মানববন্ধন

প্রথম পাতা » বরিশাল » আগৈলঝাড়ায় দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের মানববন্ধন
শনিবার ● ২৭ জুন ২০২০


দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের মানববন্ধন

আগৈলঝাড়া সাগরকন্যা প্রতিনিধি॥
আগৈলঝাড়ায় আস্কর নতুন কালীবাড়ি বাজারের সরকারী জায়গা দখলমুক্ত ও ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে শনিবার সকালে ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের নতুন আস্কর কালীবাড়ি স্বাধীনতাত্তোর সময়ে ৬৮শতাংশ সরকারী জায়গার উপর বাজার বসায় স্থানীয়রা। রাস্তার পাশ ও সরকারী জায়গায় প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে ওই বাজারে। ব্যবসায়ীরা প্রতিবাদ করায় ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে দখলকারী মোবারক হাওলাদারের ছেলে মাহাবুব হাওলাদার বাদী হয়ে ১৫ মার্চ আদালতে একটি মামলা দায়ের করে। ওই মামলার প্রতিবাদে ও সরকারী বাজারের জায়গা দখল মুক্ত করার জন্য শনিবার সকালে মাহিলাড়া-বাগধা রাস্তায় ব্যবসায়ীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। মানববন্ধন শেষে বাজার কমিটির সভাপতি মনিমোহন হালদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাজার কমিটির সাধারণ সম্পাদক অনাদি ওঝা, ইউপি সদস্য আশোক হালদার, আওয়ামীলীগ নেতা মিঠুন বাড়ৈ বুলু, কমল বিশ্বাস, ব্যবসায়ী দেবেন শীল, বাবুলাল শীল, নলিত হারদার ও মাঝু বিশ্বাস প্রমুখ।

এএলএস/এনবি

বাংলাদেশ সময়: ১৪:০৯:৫৮ ● ৩০৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ