পটুয়াখালীতে বিদ্যুতের ভৌতিক বিলের প্রতিবাদে মানববন্ধন

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে বিদ্যুতের ভৌতিক বিলের প্রতিবাদে মানববন্ধন
শনিবার ● ২৭ জুন ২০২০


পটুয়াখালীতে বিদ্যুতের ভৌতিক বিলের প্রতিবাদে মানববন্ধন

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীতে পল্লী বিদ্যুতের ভৌতিক বিল, অনিয়ম, দুর্নীতি, লুটপাট ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।
শনিবার (২৭ জুন) বেলা বারোটায় আউলিয়াপুর রাজ্জাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ মানববন্ধনে কয়েক মানুষ অংশগ্রহন করেন।
ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তারা বলেন, পল্লী বিদ্যুতের ঘনঘন লোডসেডিং, মিটিার ভাড়া, ডিমান্ড চার্জ, তিন মাসের বিল একত্রে প্রদান ও বিবিধ বিলের নামে গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি। এর প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে প্রতি মাসের বিল প্রতি মাসে গ্রাহকের হাতে পৌছে দেয়ার দাবি জানান।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৩:৫১:১৬ ● ৪১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ