গলাচিপায় জেলেদের মাঝে চাল বিতরণ

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় জেলেদের মাঝে চাল বিতরণ
শনিবার ● ২৭ জুন ২০২০


গলাচিপায় জেলেদের মাঝে চাল বিতরণ

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥


সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞাকালীন সময়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ১০৯৭জন জেলের মধ্যে ৫৬ কেজি করে মানবিক সহায়তার চাল বিতরণ করা হয়েছে। শনিবার (২৭জুন) সকাল ১০টায় আমখোলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আমখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মনির, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, গলাচিপা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ও ট্যাগ অফিসার মো. সায়েম হোসেন, আমখোলা ইউনিয়ন পরিষদ সচিব বিপ্লব চন্দ্র রায় ও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ। জেলে মো. খোকন মিয়া, মানিক, কামাল, মো. রাসেল, কাসেম হাং জানান, মাছ ধরার অবরোধের এই সময়ে ইউনিয়ন পরিষদ থেকে আমাদেরকে ৫৬ কেজি করে চাল সহায়তা দেওয়ায় আমরা খুশি। ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মনির বলেন, আমখোলা ইউনিয়নে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারের নানা মুখী কর্মসূচি সফল করতে হত দরিদ্রদের চালসুষ্ঠু ও সুন্দর ভাবে দেয়া হয়েছে। আমার ইউনিয়নে ১০৯৭ জনহত দরিদ্র জেলেকে ৫৬ কেজি কওে চাল দিয়েছি।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১২:৫৭:০২ ● ৩১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ