আমতলীতে মাছের পোনা অবমুক্ত

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে মাছের পোনা অবমুক্ত
রবিবার ● ৩১ মে ২০২০


মাছের পোনা অবমুক্ত

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥
বরগুনার আমতলী উপজেলার পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রবিবার মাছের পোনা অবমুক্ত করার মধ্যদিয়ে আমতলী উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে আবাসন ও গুচ্ছগ্রামের ১০টি জলাশয়ে পোনা বিতরণ করা হয়। মাছের পোনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মনিরা পারভীন।
জানাগেছে, অভ্যান্তরীন মাছের পোনা অবমুক্তকরনের উদ্যোগ নেয় আমতলী উপজেলা মৎস্য বিভাগ। উপজেলার আবাসন ও গুচ্ছ গ্রামের ১০টি জলাশয়ে বরিবার মাছের পোনা বিতরণ করা হয়। ইউএনও মনিরা পারভীন উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করনের মধ্যে দিয়ে পোনা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। ১০টি জলাশয়ে তিন’শ ২৭.৫৬ কেজি মাছের পোনা বিতরন করা হয়। মাছের পোনা বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাহবুবুল আলম, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, ক্ষেত্র সহকারী জগদীশ চন্দ্র বসু ও নাজির মোঃ মজিবুর রহমান প্রমুখ।
আমতলী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ দেশকে অর্থনৈতিক ভাবে শক্তিশালী করতে হলে মাছ চাষের বিকল্প নেই। মাছ দেশের জাতীয় সম্পদ। সকলের মাছ চাষ করে দেশকে সমৃদ্ধশালী করতে হবে।

এইচএকে/এনবি

বাংলাদেশ সময়: ১৩:২৮:২৩ ● ৩৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ