আমতলীতে বজ্রপাতে কলেজ ছাত্র নিহত

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে বজ্রপাতে কলেজ ছাত্র নিহত
রবিবার ● ৩১ মে ২০২০


প্রতীকী ছবি

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥
বরগুনার আমতলী উপজেলার ইউনুচ আলী খান ডিগ্রী কলেজের একাদ্বশ শ্রেনীর শিক্ষার্থী মোঃ সোহাগ মিয়া (১৭) বজ্রপাতে নিহত হয়েছে। একই সময়ে মন্নান চৌকিদারের একটি গরু মারা গেছে। ঘটনা ঘটেছে উপজেলার মহিষকাটা নামক স্থানে রবিবার দুপুরে।
জানা গেছে, উপজেলার মহিষকাটা গ্রামের মোঃ নিশু মিয়ার ছেলে ইউনুচ আলী খান কলেজের একাদশ শ্রেনীর ছাত্র মোঃ সোহাগ মিয়া রবিবার দুপুর দেড়টার দিকে গরু আনার জন্য মাঠে যায়। এ সময় হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হয়। গরু নিয়ে বাড়ি ফেরার মাঝখানে একটি বজ্রপাত তাকে আঘাত হানে। ওই বজ্রপাতের আঘাতে কলেজ ছাত্র সোহাগের শরীর জ্বলসে গিয়ে ঘটনাস্থলে সোহাগ এবং মন্নান চৌকিদারের একটি গরু নিহত হয়। কলেজ ছাত্র সোহাগ নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।
মহিষকাটা বাজারের মোঃ রফিকুল ইসলাম মঞ্জু বলেন, মাঠে গরু আনতে গিয়ে কলেজ ছাত্র সোহাগ মিয়া নিহত হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, নিহত পরিবারকে আর্থিকভাবে সহযোগীতা করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:৫২ ● ১৩২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ