১৫৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত - কলাপাড়ায় ঘূর্ণিঝড় আম্ফান আতঙ্ক

প্রথম পাতা » পটুয়াখালী » ১৫৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত - কলাপাড়ায় ঘূর্ণিঝড় আম্ফান আতঙ্ক
রবিবার ● ১৭ মে ২০২০


কলাপাড়ায় ঘুর্ণিঝড় আম্ফান আতঙ্ক

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥


ঘূর্ণিঝড়  আম্ফান আতঙ্ক ক্রমশ বাড়ছে পায়রা বন্দরসহ কলাপাড়ার গোটা উপকূলীয় জনপদে। বিশেষ করে বেড়িবাঁধ ভাঙ্গা জনপদ লালুয়ার চারিপাড়াসহ ১১ গ্রামের কমপক্ষে আড়াই হাজার পরিবার জলোচ্ছ্বাস উৎকন্ঠায় পড়েছেন। একই শঙ্কায় সাগরপারের কুয়াকাটা ঘিরে থাকা ৪৮ নম্বর বেড়িবাঁধের অভ্যন্তরের কুয়াকাটা পৌরসভা, লতাচাপলী ও ধুলাসার ইউনিয়নের ৫০ হাজার মানুষের। ওই বাঁধের সবগুলো স্লুইস পুনঃনির্মাণের কাজ চলছে। বাঁধগুলো বিধধ্বস্ত থাকায় অস্বাভাবিক জোয়ারে হানা দেওয়ার শঙ্কা রয়েছে।
চার নম্বর সতর্ক সঙ্কেত নিয়েও চলছে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া।
রবিবার (১৭ মে) সকাল থেকে আকাশ কিছুটা মেঘলা। গুমোট ভাব বিরাজ করছে। অসহনীয় ভ্যাপসা গরমে রোজাদার মানুষের ত্রাহি অবস্থা। আম্ফান মোকাবেলায় কলাপাড়া উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। কলাপাড়া উপজেলা ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান জানান, এখানকার ১৫৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার প্রস্তুতি নেয়া হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটির ২৩৭০ জন স্বেচ্ছাসেবীকে ঘুর্ণিঝড় মোকাবেলার সামগ্রিক প্রস্তুতি নেয়ার জন্য বলা হয়েছে। প্রত্যেক ইউনিয়নের দূর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সজাগ থাকার জন্য বলা হয়েছে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪০:৩৪ ● ১২২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ