কাউখালীতে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বুধবার ● ১৩ মে ২০২০


---

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥
পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১ মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের  উপ পরিচালক খোন্দকার আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো.শাহ শোয়াইব।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মো.শাহ শোয়াইব মিয়া জানান, ভোক্তা অধিকার অধিদপ্তরের তদারকি অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারায় মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ ও সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় বা প্রস্তুত করার অপরাধে উত্তর বাজারের মাতৃ ভান্ডারকে ৫ হাজার টাকা, মিতালী স্টোরকে ৪ হাজার টাকা, চুন্নু স্টোরকে ৫’শত টাকা, সাগর স্টোরকে ১হাজার টাকা এবং রনজিৎপালের দোকানে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।

আরএইচআর/এনবি

বাংলাদেশ সময়: ১৫:৪৭:৪৫ ● ৫৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ