কলাপাড়ায় অনুমান ভিত্তিক বিদ্যুত বিলের প্রতিবাদে মানববন্ধন

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় অনুমান ভিত্তিক বিদ্যুত বিলের প্রতিবাদে মানববন্ধন
বুধবার ● ১৩ মে ২০২০


কলাপাড়ায় অনুমান ভিত্তিক বিদ্যুত বিলের প্রতিবাদে মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

করোনার দূর্যোগে মানুষের জীবন-জীবিকা যখন বিপর্যস্ত ঠিক তখনই পল্লী বিদ্যুত সমিতি মিটার না দেখে একই সঙ্গে দুই মাসের বিদ্যুত বিলের বোঝা চাপিয়ে দিয়েছে। এছাড়া দিনরাত অসংখ্যবার বিদ্যুত বিভ্রাটে রোজায় প্রচন্ড গরমে অসহনীয় অবস্থায় বসবাস করছে। এমনসব অনিয়ম আর স্বেচ্ছাচারিতার প্রতিবাদে বুধবার বেলা ১১টায় কলাপাড়া পৌরশহরের সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কের মনোহরি পট্টিতে মানববন্ধন প্রতিবাদ সভা হয়েছে।
সামাজিক সংগঠন ‘নাগরিক উদ্যোগ’ কলাপাড়া আয়োজিত এ মানববন্ধনে বিদ্যুত গ্রাহক ছাড়্ওা বিভিন্ন সামজিক সাংস্কৃতিক সংগঠকরা অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন, কমরেড নাসির তালুকদার, প্রভাষক রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক আতাজুল ইসলাম, হেমায়েত উদ্দিন লিটন প্রমুখ। বক্তারা বলেন, করোনার দূর্যোগকালে এমনসব ভুতুড়ে বিল বাতিল করা হোক। অসহনীয় বিদ্যুত বিভ্রাট বন্ধ করে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ দেয়া হোক। আগামি জুন মাস পর্যন্ত বিদ্যুত বিল প্রদান বন্ধ রাখা। মিটার ভাড়া, ডিমান্ড চার্জ নেয়া বন্ধ এবং গ্রাহকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ বন্ধ করতে হবে। নইলে বিদ্যুত বিল প্রদান বন্ধ রাখাসহ পরবর্তি আন্দোলনের ডাক দিবেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৫৪:১৩ ● ৬০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ