রক্ষা পায়নি ১০ মাসের শিশু কলাপাড়ায় ধাওয়া করে ট্রলার থেকে নামিয়ে হামলাঃ আহত ১৬

প্রথম পাতা » পটুয়াখালী » রক্ষা পায়নি ১০ মাসের শিশু কলাপাড়ায় ধাওয়া করে ট্রলার থেকে নামিয়ে হামলাঃ আহত ১৬
মঙ্গলবার ● ১২ মে ২০২০


কলাপাড়ায় ধাওয়া করে ট্রলার থেকে নামিয়ে হামলা আহতরা

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
নদীতে ধাওয়া করে ট্রলারে থাকা জেলে পরিবারের ২১ সদস্যের নারী-পুরুষ-শিশুদের ধরে কিনারে তুলে হামলা চালানো হয়েছে। বেধড়ক মারধর করা হয়েছে। নারকীয় এ তান্ডবে ১০ মাস বয়সী শিশু আরিফা পর্যন্ত রেহাই পায়নি। এছাড়া আহত হয়েছে শিমুল হাওলাদার, রুহুল আমিন হাওলাদার, বেল্লাল, শাহজালাল, সাইফুল, জুয়েল, খাদিজা, শারমিন, রেহেনা, নাইম, আরিফ ও তামিমসহ কমপক্ষে ১৬জন। এদের রক্ষা করতে গিয়ে আরও আহত হয়েছে হাসান, তার মা লিপি বেগম চাচা রাকিবুল। মঙ্গলবার দুপুরে কলাপাড়া উপজেলার চম্পাপুর ই্উনিয়নের ডাঙ্গার খাল এলাকায় জঘন্য এ হামলার ঘটনা ঘটে। এসময় আকান্তদের আহাজারি গ্রামজুড়ে মানুষ শুনতে পায়। আহতদের মধ্যে তিন জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রলারে জাল কেটেছে এমন সন্দেহের জের ধরে ডাঙ্গার খাল এলাকার বারেক মৃধা তার ছেলে বেল্লাল ও পাভেল এর নেতৃত্বে শতাধিক গ্রামবাসী লালুয়ার আরিফ মাঝির ট্রলার আটকে ট্রলার থেকে সবাইকে নামিয়ে এমন নারকীয় মারধর তান্ডব চালানো হয়।
আরিফ মাঝি জানান, তিনি কয়েকজনকে নিয়ে এবছর সাগরে মাছ শিকারের জন্য একটি নতুন ট্রলার তৈরি করেন। ওই ট্রলারযোগে পরিবারের সকল সদস্যসহ ভাগিদারদের নিয়ে মোট ২১ জনে পবিত্র স্থান মীর্জাগঞ্জে মরহুম পীর সাহেবের মাজার জিয়ারতে যাচ্ছিলেন। দুপুরে যখন রাবনাবাদ নদীর ডাঙ্গার খাল এলাকা অতিক্রম করছিলেন তখন নদীতে পাতা কারেন্ট জালে ট্রলার বেজেছে এমন সন্দেহের জের ধরে বারেক মৃধা তার সন্তানসহ উষ্কে দেয়। গ্রামবাসীকে জড়ো করে পাঁচটি ট্রলার নিয়ে ধাওয়া করে তাদের আটকে কিনারে তুলে এমন নির্দয় হামলা চালানো হয়। সন্ধ্যায় আহতদের কলাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সবাইকে চিকিৎসা দেয়া হয়। গুরুতর জখম তিনজনকে ভর্তি করা হয়েছে। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান রাত আট টায় সাগরকন্যাকে জানান, ঘটনাস্থলে এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনী পদক্ষেপ নেয়া হচ্ছে।

এমইউএম/এনবি

বাংলাদেশ সময়: ২১:১৮:৪৮ ● ৭৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ