চরফ্যাশনে পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তায় এমপি

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তায় এমপি
সোমবার ● ১১ মে ২০২০


চরফ্যাশনে পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তায় এমপি জ্যাকব

চরফ্যাশন (ভোলা)সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলা- ৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর পক্ষ থেকে চরফ্যাশনে বিভিন্ন শ্রেণীর ছয় শতাধিক পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে ।
সোমবার (১১ মে) সকাল ১০টায় চরফ্যাশন কেন্দ্রীয় ঈঁদগাঁহ মাঠে উপজেলার বাস শ্রমিক, ট্রাক শ্রমিক, মোটরসাইকেল, অটো বোরাক, ভাড়ায় চালিত মাইক্রোবাসসহ বিভিন্ন শ্রেণীর পরিবহন শ্রমিকদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, যুগ্ন সম্পাদক ও জিন্নগড় ইউপির চেয়ারম্যান মো. হোসেন মিয়া ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম মোর্শেদ  প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, সুরক্ষা ছাড়া কেউ বের হবেন না। পরিবারের সকলকে ঘরে রাখবেন। নিাপদে থাকবেন। সরকারের নির্দেশনা মেনে চলবেন। আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি আপনাদের পাশে আছে, সব সময় থাকবে।
প্রসংগত, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বিগত ২৬ মার্চ থেকে গণপরিবহন বন্ধ থাকায় তারা মানবেতর জীবনযাপন করছে। ফলে তাদের দূঃসময়ের কথা চিন্তা করে এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বিভিন্ন পরিবহন শ্রমিকদের তালিকা করে “মানুষ মানুষের জন্য” কর্মসূচীর আওতায় খাদ্য  ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, ইতিপূর্বে উপজেলার আনসার ভিডিপি, গ্রামপুলিশ, ইমাম-মুয়াজ্জিন, দিনমজুরসহ নিন্ম ও মধ্যভিত্ত পেশার মানুষদের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন ।
এমপি জ্যাকব বলেন, আমাকে চরফ্যাশন মনপুরার সাধারণ মানুষ প্রতিপক্ষ বিএনপির জামানত বাজেয়াপ্ত করে তৃতীয় বারের মত জাতীয় সংসদে পাঠিয়েছেন তেমনী আমিও নির্বাচনী এলাকায় উন্নয়নের পাশা পাশি মানুষের দূর্দিনেও পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৪:২৮:১১ ● ৩৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ