বাউফলে ৫ করোনা রোগী শনাক্ত

প্রথম পাতা » পটুয়াখালী » বাউফলে ৫ করোনা রোগী শনাক্ত
শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২০


বাউফলে ৫ করোনা রোগী শনাক্ত

বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

বাউফলে পাঁচজন করোনা রোগী শনাক্ত হয়েছে। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। এদের প্রত্যেকের বাড়ি উপজেলার কালাইয়া ইউনিয়নের  ৫ নং ওয়ার্ডে। বিগত ২০ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে ওই আক্রান্ত  ৫ জনসহ মোট ৬ জন এ্যাম্বুলেন্সে করে গোপণে কালাইয়া গ্রামের বাড়িতে আসেন। কালাইয়া ইউপি চেয়ারম্যান এসএম ফয়সাল আহমেদ মনির হোসেন মোল্লা জানান, নারায়ণগঞ্জ থেকে আসার পরই তাদেরকে কালাইয়া ইদ্রিছ মোল্লা ডিগ্রি কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। এরপর তাদের নমূণা সংগ্রহ করার জন্য বাউফল হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. এসএম সায়েম জানান, ২২ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে আসা ওই ৬ জনের নমূণা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। শুক্রবার (২৪ এপ্রিল) রিপোর্ট এসেছে। নমূণা পাঠানো ৬ জনের মধ্যে ৫ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্তদের একজনের বয়স ১৪  বছর, একজনের বয়স ২২ বছর, একজনের বয়স ৪৫ বছর, একজনের বয়স ৫০ বছর এবং অপর একজনের বয়স ৮০ বছর। আক্রান্তদের মধ্যে ৪ জন নারী এবং একজন পুরুষ। তবে তারা প্রত্যকেই শারীরিকভাবে সুস্থ্য রয়েছেন। বিষয়টি নিয়ে পটুয়াখালী সিভিল সার্জনের সাথে কথা বলা হয়েছে। যেহেতু আক্রান্তরা শারীরিকভাবে সুস্থ্য আছেন, তাই তাদেরকে ওই কলেজেই আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হবে। একটি সূত্র জানায়, কোয়ারেন্টাইনে থাকাকালীন মনির নামের তাদের এক নিকটাত্মীয় তাদেরকে দেখভাল করতো। ওই মনির শুক্রবার জুমার নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিল। এরফলে তার সংস্পর্শে আসা ব্যাক্তিবর্গ আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। দ্রুত তাদেরকে চিহ্নিত করে স্বাস্থ্য বিধি মেনে চলতে বাধ্য করা উচিৎ। তা না করা হলে কালাইয়া থেকে সারা বাউফলে এই জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।


এপি/এমআর

বাংলাদেশ সময়: ১৬:১৮:৩৫ ● ৫০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ