আমতলীতে ৯’শ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে ৯’শ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা
মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২০


---

আমতলী সাগরকন্যা প্রতিনিধি॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ত্রাণ সহায়তা পেল বরগুনার আমতলী পৌরসভার ৯’শ পরিবার। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান এ ত্রাণ সহায়তা বিতরনের উদ্বোধন করেন। ত্রাণ সহায়তা পেয়ে উপকৃত হয়েছেন কর্মহীন হতদরিদ্র মানুষ। একই সাথে পৌর মেয়র মতিয়ার রহমানের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে পরিষ্কার পরিছন্ন থাকার জন্য একটি করে সাবান বিতরণ করা হয়।
জানা গেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ সহায়তা বরাদ্দ দেয়। উপজেলার ৭টি ইউনিয়নে ও একটি পৌরসভায় ৭ হাজার ২’শ পরিবার এ ত্রাণ সহায়তার অন্তর্ভুক্ত হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে মঙ্গলবার উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মিতয়ার রহমান আমতলী পৌরসভার এ ত্রাণ সহায়তা বিতরনের উদ্বোধন করেছেন। পৌরসভার ৯’শ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি চাল বিতরন করা হয়। একই সাথে পৌর মেয়র মতিয়ার রহমান ব্যাক্তিগত তহবিল থেকে পরিস্কার পরিচ্ছন্ন থাকার জন্য প্রত্যেক পরিবারকে একটি করে সাবান বিতরন করেন। ত্রাণ সহায়তা বিতরন কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম, ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন ও ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা প্রমুখ।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, সামাজিক দুরত্ব বজায় রেখে আমতলী পৌরসভার ৯’শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ত্রাণ সহায়তা বিতরন করা হয়েছে। একই সাথে আমার ব্যাক্তিগত তহবিল থেকে প্রত্যেক পরিবারকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য একটি করে সাবান দিয়েছি।

বাংলাদেশ সময়: ১৫:০৩:২৬ ● ৩৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ