রাজাপুরে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

প্রথম পাতা » ঝালকাঠী » রাজাপুরে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ
বুধবার ● ৮ এপ্রিল ২০২০


নিহত ব্যবসায়ী স্বপন- ফেসবুক থেকে সংগৃহীত ছবি

রাজাপুর (ঝালকাঠি) সাগরকন্যা প্রতিনিধি॥
ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আদাখোলা গ্রামের ব্যবসায়ী জাহিদ হোসেন স্বপন সিকদার (৩৫) কে হত্যার পর তাঁর লাশ নিজ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে নিখোঁজের ২ দিন পর তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরণ করেছে পুলিশ। স্বপন দক্ষিণ আদাখোলা গ্রামের শহিদুল ইসলাম চাঁন মিয়া সিকদারের ছেলে এবং পুটিয়াখালী বাজারে মোবাইল বিক্রি ও সার্ভিসিংয়ের ব্যবসা করতো বলে জানা গেছে। ওই ঘরে তিনি একাই থাকতেন।
সরেজমিনে পারিবারিক সূত্রে জানা গেছে, স্বপন সোমবার (৬ এপ্রিল) রাতে বাবার বাড়ি থেকে রাতের খাবার খেয়ে তার নতুন বাড়ি ঘুমাতে যায়। পরের দিন মঙ্গলবার বাড়িতে খাবার খেতে না যাওয়ায় অনেক বার ফোন দেয়া হলেও যখন ফোন রিসিভ করছিল না। এ অবস্থায় তার পরিবারের লোকজন মঙ্গলবার রাত ১১ টার দিকে স্বপনের নতুন বাড়ি যায়। সেখানে তার ঘরের দরজা খোলা এবং ঘরের আড়ার সাথে স্বপনের লাশ ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেন। এসময় ঘরের লাইট ও ফ্যান চলছিল। স্বপনের মামা আমিনুল ইসলাম জানান, কেউ হত্যা করে তার লাশ ঝুলিয়ে রেখেছে। ঝুলন্ত অবস্থায় তার পা মাটিতেই ছিল বলে দাবি করেন তার মামা। কয়েক মাস আগে তার স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর থেকে স্বপন একাই ওই ঘরে বসবাস করে আসছিল। রাজাপুর থানার এসআই শাহ আলম জানান, প্রাথমিক সুরতহালে তার মৃত ২৪ ঘন্টা আগে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, মৃত্যুর সঠিক কারন জানতে লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:২৬:১৭ ● ৪৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ