করোনা মোকাবেলা গোপালগঞ্জে আসহায়দের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ

প্রথম পাতা » ঢাকা » করোনা মোকাবেলা গোপালগঞ্জে আসহায়দের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ
বুধবার ● ১ এপ্রিল ২০২০


---

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥
গোপালগঞ্জে কোরানা মোকাবেলায় অসহায় প্রান্তিক মানুষের মাঝে খাদ্য সমগ্রী, হ্যান্ড গ্লাভস ও মাস্ক বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সাংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম এর দিকনির্দেশনায়, লতিফপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ফকরুল ইসলামের উদ্যেগে ঘোষেরচর দিঘিরপাড় এলাকাসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে ৫ শতাধিক মানুষের মাঝে ৫ কে,জি চাল, ১ কে,জি ডাল, ২ কে.জি আলু,  ১ কে.জি তেল ও ২ কে.জি পিয়াজ বিতরণ করেন। একই সাথে ঘরে ঘরে গিয়ে প্রত্যেকটি পরিবারকে তিনি এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

এছাড়া চেয়াম্যানের ব্যক্তিগত স্বেচ্ছাসেবকরা গ্রামের বিভিন্ন এলাকায়, অলি-গলি ও বাসাবাড়ীর সামনে জীবাণুনাশক স্প্রে করে ও গণসচেতনতা মূলক লিফলেট বিতরণ করেছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার বেগম, বশেমুরবিপ্রবি’র সহকারি রেজিস্ট্রার ও ইউপি চেয়ারম্যানের কন্যা ফারজানা ইসলাম তন্নী সহ প্রমূখ।

এইচবি/এনবি

বাংলাদেশ সময়: ১২:৫২:৪০ ● ৩০৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ