বানারীপাড়ায় দু’টি গাভীসহ কৃষকের বসত ঘর পুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি

প্রথম পাতা » বরিশাল » বানারীপাড়ায় দু’টি গাভীসহ কৃষকের বসত ঘর পুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি
বুধবার ● ১ এপ্রিল ২০২০


---

বানারীপাড়া সাগরকন্যা প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় মধ্য রাতে আগুনে কৃষক আব্দুর রহমান মল্লিকের বসত ঘর ও গোয়াল ঘরসহ দু’টি গাভী এবং মালামাল পুড়ে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে কিভাবে ওই ঘরে আগুন লেগেছে তা নিশ্চিৎ করে এখনও বলতে পারেনী কেউ। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সৈয়দ হুমায়ুন কবির জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে কৃষক আব্দুর রহমান মল্লীক ব্রাম্মনবাড়ি এলাকায় তার শ্বশুর আব্দুল হক গুরুতর হয়ে পড়েছেন তাকে দেখতে যেতে হবে। খবর আব্দুর রহমান মল্লিক তার পরিবার নিয়ে ওই রাতেই উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ব্রাম্মনবাড়ির শ্বশুরালয় ছুটে যান। সেখানে যাওয়ার পর মধ্য রাতে তার প্রতিবেশিদের মাধ্যমে জানতে পারেন, তার বসত ঘরে আগুন লেগেছে। খবর পেয়ে বাড়িতে এসে দেখতে পান তার বসত ঘর ও গোয়াল ঘরসহ দু’টি গাভী পুড়ে গেছে। এতে তার ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে আব্দুর রহমান মল্লিক জানান।
বুধবার খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল ও লবনসাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.মহহিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল বলেন, এখনও আগুন লাগার রহস্য উদ্ঘাটন করা যায়নি। তবে তদন্ত পূর্বক এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহন করা হবে।

জিএম/এনবি

বাংলাদেশ সময়: ১১:০৬:২০ ● ২৯৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ