করোনা প্রতিরোধ ঝালকাঠিতে দোকান খোলা রাখায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

প্রথম পাতা » ঝালকাঠী » করোনা প্রতিরোধ ঝালকাঠিতে দোকান খোলা রাখায় ৫ ব্যবসায়ীকে জরিমানা
শনিবার ● ২৮ মার্চ ২০২০


প্রতীকী ছবি

ঝালকাঠি সাগরকন্যা প্রতিনিধি॥
করোনা ভাইরাসের সংক্রামণ ঠেকাতে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি জারি করা সরকারি নির্দেশনা না মানায় ঝালকাঠির নলছিটিতে ৫ চায়ের দোকানীকে ৫ হাজার ২শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যামাণ আদালত। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত দোকান খোলা রাখার নতুন নিদের্শনা জারি করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক জোহর আলী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিত্য প্রয়োজনীয় কাঁচাবাজার, মাছ বাজার, সার-কীটনাশকের দোকান ও মুদি দোকান সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে কেবলমাত্র ঔষধের দোকান এর আওতা মুক্ত। এদিকে এ জেলায় ১৮৫ জন হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ এবং ১৪ জনের ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষ হওয়ায় তাদের অব্যহতি দেওয়া হয়েছে। এরা প্রত্যেকেই সুস্থ আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কাউকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়নি বলেও জানিয়েছেন সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার।

বাংলাদেশ সময়: ১৪:১৩:২৭ ● ৩৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ