বানারীপাড়ায় মুজিববর্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোকসজ্জা

প্রথম পাতা » বরিশাল » বানারীপাড়ায় মুজিববর্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোকসজ্জা
সোমবার ● ৯ মার্চ ২০২০


বানারীপাড়ায় মুজিববর্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোকসজ্জা

বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বানারীপাড়ায় মুজিবশতবর্ষ উদ্যাপন উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোক সজ্জা, আনন্দ র‌্যালী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে শিক্ষার্থীদের মধ্যে রচনা-চিত্রাংকন প্রতিযোগীতা এবং সংগীত অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচী পালনের উদ্যোগ নেয়া হয়েছে।
সোমবার (৯ মার্চ) সকাল ৯টায় বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসন আয়োজিত এ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা পর্ষদসহ কলেজ গভনিংবডির সভাপতিদের সাথে মতবিনীময় সভায় ওই সিদ্ধান্ত নেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, এসিল্যান্ড অনুপ দাস, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, বানারীপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আফরোজা বেগম, বিশারকান্দি শেরে বাংলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান নরুল হুদা তালুকদার, প্রকৌশলী হুমায়ুন কবির, থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলম, প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, ইউপি চেয়ারম্যান খিজির সরদার, আব্দুল জলিল ঘরামী, জিয়াউল হক মিন্টু, মাইনুল হাসান মহম্মদ, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম সান্ত, আব্দুল মন্নান মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুবকর সিদ্দিক, সম্পাদক ফকরুল আলম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মজিবুর রহমান, সম্পাদক জাহিদ হোসেন প্রমূখ।

জিএমআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৬:২৪ ● ৩৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ