তজুমদ্দিনে ৪ জেলে গুলিবিদ্ধ, ৪ ডাকাত আটক

প্রথম পাতা » ভোলা » তজুমদ্দিনে ৪ জেলে গুলিবিদ্ধ, ৪ ডাকাত আটক
বুধবার ● ১৫ জানুয়ারী ২০২০


তজুমদ্দিনে ৪ জেলে গুলিবিদ্ধ, ৪ ডাকাত আটক

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলার তজুমদ্দিনের মেঘনায় জেলে ট্রলারে ডাকাতির সময় জলদস্যুর হামলায় ৪ জেলে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। এসময় জেলেরা একত্রিত হয়ে ঘেরাও করে ৪ ডাকাতকে আটক করে গনধোলাই দেয়। পরে পুলিশ সংবাদ পেয়ে জেলেদের হাত থেকে ৪ ডাকাতকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা শেষে আইনী প্রক্রিয়ার মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন।
ডাকাত কবলিত জেলে সালাউদ্দিন মাঝী জানান, বুধবার (১৫ জানুয়ারি) ভোরে তজুমদ্দিনের নাগর পাটওয়ারীর চর সংলগ্ন মেঘনা নদীতে ১০/১২ জন ডাকাত ট্রলারে হানা দেয়। এসময় জেলেরা সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ করলে ডাকাতরা গুলি করে। ৪ ডাকাতকে জেলেরা আটক করলেও অন্যরা পালিয়ে যায়। তজুমদ্দিন থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, সংবাদ পেয়ে গুলিবিদ্ধ চার জেলে মোঃ জসিম, ইউনুস, মোঃ বাচ্ছু, ও মহসিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বাড়ী উপজেলার সোনপুর ইউনিয়নে।
গনধোলাইয়ের শিকার চার ডাকাত লক্ষিপুর রামগতি উপজেলার মোঃ শামীম. মোঃ ওসমান, মোঃ সোহেল ও মোঃ দিদারকে প্রাথমিক চিকিৎসা পর আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়ার মাধ্যমে তাদেকে জেল হাজতে প্রেরন করা হবে।

আরএস/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৯:৫৯ ● ৫০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ