কুয়াকাটায় মাদক বিরোধী ম্যারাথন দৌড়, দৌড়াও বাংলাদেশ উদ্বোধন

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় মাদক বিরোধী ম্যারাথন দৌড়, দৌড়াও বাংলাদেশ উদ্বোধন
মঙ্গলবার ● ২৪ ডিসেম্বর ২০১৯


কুয়াকাটায় মাদক বিরোধী ম্যারাথন দৌড়, দৌড়াও বাংলাদেশ উদ্বোধন

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

মাদক বিরোধী সচেতনতায় কুয়াকাটা সৈকতে অনুষ্ঠিত হলো ম্যারাথন দৌড় ‘দৌড়াও বাংলাদেশ’। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৮ বরিশাল এর আয়োজন করে। সহ¯্রাধিক প্রতিযোগী এ ম্যারাথন দৌড়ে অংশ নেয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর ) দুপুরে মাদকবিরোধী সচেতনতার ম্যারাথন দৌড় ঘিরে কুয়াকাটা সৈকতমুখর হয়ে ওঠে। প্রায় পাঁচ কিলিমিটারজুড়ে দীর্ঘ এ দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়া মানুষ উৎফুল্লচিত্তে ‘মাদকের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে’ শ্লোগান দেয়। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন র‌্যাব মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি বেনজির আহমেদ।
তিনি বেলা সাড়ে ১১টায় কুয়াকাটা সৈকতের অনুষ্ঠানস্থলে পৌছেন। র‌্যাব-৮ বরিশাল এর অধিনায়ক আতিকা ইসলাম র‌্যাব মহাপরিচালককে ফুল দিয়ে বরণ করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা করতালি দিয়ে তাঁকে স্বাগত জানান। তিনি শান্তির প্রতীক পায়রা ও বেলুন-ফেস্টুন আকাশে উড়িয়ে দেন। এর পর মাদক বিরোধী ম্যারাথন দৌড় শুরু হয়। ম্যারাথন দৌড় ছিল ১০ কিলোমিটার দীর্ঘ। কুয়াকাটা সৈকতের শূন্য পয়েন্ট থেকে পাঁচ কিলোমিটার পূব দিকে গিয়ে ম্যারাথন দৌড় শেষ হয়। আবার সেখান থেকে দৌড়বিদরা শুণ্য পয়েন্টে ফিরে আসেন। ৯০ মিনিট সময়ের মধ্যে ম্যারাথন দৌড়টি শেষ হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা উন্নয়নের সোপানে সামিল হয়েছি। বাংলাদেশে এখন উন্নয়নের বিস্ময়কর মডেল হলেন মাননীয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা সকলে চেষ্টা করলে বাংলাদেশ থেকে এ চারটি অভিশাপ নির্মুল করতে সক্ষম হবো। র‌্যাব মহাপরিচালক আরও বলেন, আজকে যারা মাদক বিরোধী ম্যারাথনে অংশগ্রহন করেছেন তাঁদের মাধ্যমে সকল শ্রেণির মানুষের কাছে মাদক বিরোধী বার্তা পৌঁছে দিতে আজকে আমাদের এই আয়োজন। সুস্থ ও সবল প্রজন্ম গড়তে মাদক নির্মূলে সবাইকে অংশ নিতে হবে। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ কল্যাণ সমিতির সহসভানেত্রী ও র‌্যাব মহাপরিচালকের সহধর্মীনি জীসান মীর্জা। র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল মোস্তফা সরোয়ার, পুলিশ বরিশাল বিভাগের ডিআইজি মো. শফিকুল ইসলাম, র‌্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন, পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, কলাপাড়া ইউএনও মো. মুনিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশসহ বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি দফতরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেলে কুয়াকাটা সমুদ্র সৈকত মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৩:০০ ● ৫২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ