চরফ্যাশনে ২২শ’কৃষকদের সার ও বীজ বিতরণ

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে ২২শ’কৃষকদের সার ও বীজ বিতরণ
সোমবার ● ২ ডিসেম্বর ২০১৯


চরফ্যাশনে ২২শ’কৃষকদের  সার ও বীজ বিতরণ

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলার ২১শ’ ৪০জন কৃষক-কৃষাণীর মাজে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো.জয়নাল আবেদিন আখন এই বিতরণী কার্যক্রম শুভ্র উদ্বোধন করেন।
৬০০ জনকে ভুট্রা, ৮০০জনকে সরিষা,৩০০’জনকে চিনাবাদাম, ৭০জনকে সূর্যমুখী, ২৪০জনকে গ্রীম্মকালীন মুখ, ১৩০জনকে শীতকালীন মুখ দেয়া হয়। এতে প্রত্যেক কৃষক ১কেজি সরিষার চাষাবাদের জন্য ২০কেজি ডিএপি, ১০কেজি এমপি পাচ্ছে।
এভাবে বীজের উপর ভিত্তি করে ডিএপি এবং এমওপি সার ও বীজ পেয়েছে। বিতরণীয় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইচ চেয়ারম্যান মো.ছাদেক মিয়া,উপজেলা কৃষিবিদ মো.আবু হাসনাইন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সানাউল্লাহ আজম,কৃষিসম্প্রসারণ কর্মকর্তা চিত্র রঞ্জন দাম,অফিস সহকারি ঠাকুর চন্দ্র দাসসহ উপ-সহকারী কৃষি কর্মকতাগন উপস্থিত ছিলেন।

 

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১২:২৮:১৭ ● ৩৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ