কাউখালীতে অস্থায়ী পল্লীতে শিক্ষা উপকরণ বিতরণ

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে অস্থায়ী পল্লীতে শিক্ষা উপকরণ বিতরণ
রবিবার ● ১ ডিসেম্বর ২০১৯


কাউখালীতে অস্থায়ী পল্লীতে শিক্ষা উপকরণ বিতরণ

কাউখালী(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীর তীরে পূর্ব আমরাজুড়ি গ্রামে অবস্থিত মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার করিয়া গ্রাম থেকে আসা অস্থায়ী  বেদে পল্লীর অসহায় দরিদ্র ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) দুপুরে  ১৫ টি বেদে পল্লীতে হতদরিদ্র সুবিধাবঞ্চিত শিক্ষার আলো থেকে বঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা উপকরন ও প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরু করলেন প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী আ.লতিফ খসরু।
তিনি ওই বেদে পল্লীতে গিয়ে শিক্ষা উপকরণ (বই, খাতা ও পেন্সিল) বিতরণের মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করেন। বেদে পল্লীর বেদে নারীরা জীবিকা নির্বাহের জন্য সাত সকালে ঘর থেকে বের হয়ে সন্ধ্যায় ফিরে আসেন পল্লীতে। রেখে যাওয়া শিশুদের দেখভাল করেন শিশুদের বাবারা। এক স্থান থেকে অন্যস্থানে জীবিকা নির্বাহের জন্য ছুটে চলেন বেদেরা। ফলে বেদে শিশুদের লেখাপড়া করার সুযোগ হয় না। তাই তাদের মধ্যে শিক্ষার আলো জ্বালিয়ে দেয়ার জন্য উদ্যোগ নিলেন শিক্ষানুরাগী আ. লতিফ খসরু। এলাকার মানুষের কাছে তিনি একজন শিক্ষা উদ্যোক্তা বা আলোকিত মানুষ হিসেবে পরিচিত।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৮:১২:৩৫ ● ৪৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ